সুবর্ণযাত্রা!!

স্বাধীন বাংলাদেশের ৫০ বছর পূর্তির সুবর্ণযাত্রা

Author: Quamrul Hasan Sumon

নরওয়ে থেকে মোটরযানযোগে যাত্রা করে পৃথিবীর ৫০টি দেশের প্রায় ৪০,০০০ কি. মি. পথ পাড়ি দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশে পৌঁছাবে অভিযাত্রী দলটি |

এই যাত্রায় বাংলাদেশের অর্জন পৌঁছে যাবে বিশ্ব মানচিত্রে | পৃথিবী দেখবে কি করে একটি তর্জনীর ইশারায় পরাধীনতার শৃঙ্খল ভেঙে, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে |

আজ বিশ্ব জানুক রক্তের লাল রং কিভাবে কৃষ্ণচূড়ার হাসি হয়ে দোল খায় বাংলার আকাশে-বাতাসে | কি করে মলিন- ধূসর বাংলা, লাল-সবুজের পতাকা উড়ায় দূরের মহাশূন্যে | সাহিত্য, সংস্কৃতি, আবিষ্কার ও অর্থনীতির ক্রমবর্ধমান বিজয় মিছিলে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে স্বদেশ আমার | চলো আজ সামিল হই এই মহাযাত্রায় |

“কে কোথায় আছি বল, পায়ে পায়ে হেটে চল, বিশ্ব দেখুক তব অর্জন, দেখুক বিজয় রথ |”

আজ বাংলাদেশ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত | পারস্পরিক সহাবস্থান, সম্প্রীতি আর ভাতৃত্ববোধ ছাড়িয়ে গেছে সকল সংকীর্ণতার দেয়াল | এই মহৎ অর্জন উৎসাহিত করবে ভিন্ন ভিন্ন বর্ণ ও ভাষার মানুষকে | সুবর্ণযাত্রা, তাই একটি যাত্রা শুধু নয় | বিশ্ব শান্তির পক্ষে নির্ভিক বাঙালি অভিযাত্রীদের একটি সাহসী অভিযানের নাম | যে অভিযান যুদ্ধ ও যোদ্ধাবাজদের বিরুদ্ধচারণ করবে, শান্তি ও মানবিকতার কথা বলবে, সাম্যের ডাক পৌঁছে দেবে দুয়ারে দুয়ারে |

“এস কাঁধে কাঁধ রাখি ভাই,ভেদাভেদ ভুলে যাই,যুদ্ধ চাইনা, রক্ত চাইনা, বিশ্ব শান্তি চাই |”

স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণযাত্রা বিশ্ববাসীকে জানান দিতে চায়, কিভাবে আমরা মানুষ হয়ে মানুষকে – পৃথিবীকে, অমানুষের মতো বিপন্ন করেছি! কত শত প্রাণ করেছি বিলুপ্ত! নির্মল বাতাস, পবিত্র জল আর উর্বর ভূমিকে করেছি দূষিত, বিষাক্ত ও কলুষিত |তাইতো, এই মহান অভিযাত্রায় প্রিয় মাতৃভূমিতে বৃক্ষ রোপন করে – আমরা সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করি | কার্বনের কালো বিষের বিরুদ্ধে আমাদের সুদৃঢ় অবস্থান হবে এই মহান যাত্রায় | আমরা বিশ্বাস করি, আমাদের প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে সত্যের সন্ধানে, সুন্দরের খোঁজে সবুজ ধরণীর আলোকবর্তিকা হয়ে |

“এসো সবার তোরে সবাই আমরা মুক্ত হাত বাড়াই, সুবর্ণযাত্রায় পৃথিবীকে আজ সবুজ দিয়ে সাজাই |”

Quamrul Hasan Sumon

Lecturer, Department of English

Hazi Shariatullah College

Singer, Writer, Blogger

Join #Subarnajatra


An event at this magnitude, at the global level needs your help.


What we do makes a difference.

Stay Connected with #Subarnajatra

Contact: media@subarnajatra.com


Copyright © 2023 Subarnajatra. – Chinta O Chaka – All Rights Reserved