সারা বিশ্বের বিস্ময়, আমার অহংকার – বাংলাদেশ

Author: Niamul Khan

“একটি বাংলাদেশ,

তুমি জাগ্রত জনতার…

সারা বিশ্বের বিস্ময়,

তুমি আমার অহংকার…!!!”

সত্যিই বিশ্ময়কর, হাঁটি হাঁটি পা পা করে ৫০ বছরে পদার্পণ করে ফেলছে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি – এই বাংলাদেশ!

বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলবার মত অসংখ্য স্বাফল্যের গল্প-গাঁথা থাকলেও দূর্ভাগ্যজনকভাবে সারাবিশ্বে তা খুব বেশি প্রচলিত ও প্রচারিত হয়নি! আজ স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে সময় এসেছে একটা সুন্দর সফল বাংলাদেশের গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরার, বাংলাদেশের ব্যাপারে সবার মধ্যে ইতিবাচক মনোভাব পূণঃপ্রতিষ্ঠা করার এবং এর মাধ্যমে ‘৭১ এর সকল শহীদ ও ক্ষতিগ্রস্থদের অবদান ও ত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের একটি ক্ষুদ্র প্রয়াস নেয়ার!

আর এর জন্য প্রয়োজন, সারা বিশ্ববাসীর মনোযোগ কেঁড়ে নেয়ার মত কিছু করে সফল বাংলাদেশকে সকলের কাছে উপস্থাপন করা। ঠিক এরকম একটা চিন্তাধারা থেকেই সুবর্ণযাত্রার সূত্রপাত হয় এই প্রযন্মের আধুনিক চিন্তাধারার ধারক-বাহক, অদম্য সাহসী ও ভ্রমণপিপাষু কিছু যুবকের মাধ্যমে। বর্তমান বিশ্বে স্বাম্প্রতিক পরিস্থিতিতে, বহির্বিশ্বে ভ্রমণ যেখানে প্রায় কল্পনাতীত, সেখানে সেই প্রায় অসম্ভব কাজটি যে কেবল বাংলাদেশীদের দ্বারাই সম্ভব, তা প্রমাণের মাধ্যমে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশ্বের প্রায় ৫০টি দেশ পারি দিয়ে সুদূর উত্তর মেরুর নিকটবর্তী একটি শহর থেকে যাত্রা শুরু করে সড়কপথে বাংলাদেশ পর্যন্ত যাওয়ার দুঃসাহসিক উদ্দ্যোগের নামই হচ্ছে “সুবর্ণযাত্রা”! যেখানে অতিক্রান্ত শহরগুলোতে সফল বাংলাদেশের ইতিবৃত্য উপস্থাপণের পাশাপাশি সারাবিশ্বের শান্তিকামী মানুষের প্রধান চাওয়া, “যুদ্ধ নয় শান্তি” শ্লোগানকেও তুলে ধরা হবে এবং পরবর্তী প্রযন্মের কাছে বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষারও আহ্বাণ জানানো হবে।

আমরা সত্যিই ভাগ্যবান, যে এমন একটা উদ্দ্যোগের সাথে সরাসরি সম্পৃক্ত হবার সুবর্ণ সুযোগ আমরা পাচ্ছি! আসুননা, আমরা সবাই আবারো একতাবদ্ধ হয়ে এর সাথে সম্পৃক্ত হয়ে, এই উদ্দ্যোগকে সফল করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উঁচু আসনে প্রতিষ্ঠিত করি স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে সুবর্ণযাত্রায় সম্পৃক্ত হয়ে।

আমাদের ফেসবুক পেইজে লাইক দেয়ার মাধ্যমে সাথে থাকতে পারেন আর এই অসামান্য উদ্দ্যোগের সব আপডেট সময়মত পেতে পারেন!

https://www.facebook.com/subarnajatra/

আমাদের ওয়েবসাইট: https://subarnajatra.com/

Niamul Khan

ICT Specialist

Sydney, Australia

Active in Social and Cultural Activities

Join #Subarnajatra


An event at this magnitude, at the global level needs your help.


What we do makes a difference.

Stay Connected with #Subarnajatra

Contact: media@subarnajatra.com


Copyright © 2023 Subarnajatra. – Chinta O Chaka – All Rights Reserved